কবিতা
ভদ্রতা করে
কাজী লীনা আরাফাত
আমি তো ভদ্রতা করতেই পারি
তাই বলে ! দিন নেই রাত নেই
এমনি ভাবে মনের দরজায় বুঝি
ভালবাসি বলে দাঁড়িয়ে থাকতে হয়?
আমি কিন্তু মনের দরজায় দিয়েছি তালা….,
শত চেষ্টাতে ও প্রবেশ নিষেধ..,
তাই বলে কি এভাবেই দাঁড়িয়ে থাকবে…………?
এসো, আগে একটা সন্ধি করি,
ভদ্রতা – ভদ্রতা খেলা হোক বন্ধুতা…………………..,
তুমি ও ভদ্রতা করে চলে যাও
আসছি বলে, আর আমি ও
এই ভদ্রতা নিয়েই আমরা বেঁচে থাকি…………….,
কাল থেকে অনাদিকাল………..।
