ভালোবাসা
প্রিন্স ইয়াছিন
ভালোবাসা তুমি বিরহ বিরঞ্জনা,
দুঃখ পোহাই আমি নিরবে নিরঞ্জনা!
ভালোবাসা তুমি অগ্নি দহনের লেলিহান,
আমি পুড়ে ছাঁই হয়ে যাই নিঃশ্বপ্রাণ!
ভালোবাসা তুমি টর্নেডো কালবৈশাখি ঝড়,
নদীর এই কুল ভেঙগে ঐ কুলে বানাও চর
ভালোবাসা তুমি নভোমণ্ডলের ঘনকালো
মেঘ, আর আমি বৃষ্টি হয়ে ঝরি অতি বেগ!
ভালোবাসা তুমি তপ্ত মরুর বুকে উত্তপ্ত
বালু চর,এই ক্লান্ত পথিকের পায়ে ফোসকা
পুলে,রাখো কি তুমি সেই খবর?
ভালোবাসা তুমি অতি আবেগ ও আলুপ্ত
আমি বারংবার বিবেকের কাঠ গড়ায়
হই সিক্ত!
ভালোবাসা তুমি অশ্রু ভেজা নয়ন,
আমি তোমাকে পাওয়ার লড়াই
করি জীবন মরণ!
ভালোবাসা তুমি যদি জানতে,
কতোটা তৃষ্ণার্ত আমি তোমাতে!
তাহলে,দূরে না ঠেলে অবলিলায়
কাছে টানিয়া লইতে!
