নক্ষত্রের পতন
এম এ কাসেম অমিয়
এক নক্ষত্রের উদয় হয়েছিল ক্ষেত্রপলার আকাশে,
ধুমকেতুর দুটি রশ্মি রেখে বিদায় নিল সে সহসা ।
সে নক্ষত্রের আলোয় আলোকিত ছিল দশদিক!
হঠাৎ ঝড়ে নিভলো আলো, মাতম উঠল গগন বিদারী!
একটি ফুল ফুটেছিল ক্ষেত্রপলার ক্ষেতে,
দুটি ফল রেখে করুণভাবে হ’ল বিদায় নিতে।
সে ফুলের সুবাসে সুবাসিত ছিল সকলের হৃদয়!
সবাইকে কাঁদায়ে নিল যে মর্মান্তিক বিদায়!
এতিম হ’ল দুটি নয়নের নিধি!
একি করুন বিধান দিলেন বিধি!
তাদের দিকে তাকানো না যায়!
ওরা বিধাতার করুনা যেন পায়!
জান্নাতের বাগানে জ্বলুক দ্বীপ
তোমার! ফাতিমা জান্নাত দীপা।
