ভক্তি
কাঞ্চন চক্রবর্তী
গল্পে পড়েছি এমন রূপ
দেখিন তা দু’নয়নে,
পিতা-মাতার প্রতি এমন ভক্তি
ভাবতেও পারিনি স্বপনে।
পিতা-মাতা মাথার ছাতা
এটা ধর্মের কথা,
এই জামানায় সন্তানেরা
দিচ্ছে মনে ব্যথা।
বাবা এখন কাজের লোক
মাতা বাড়ির ঝি,
শালা শালি মাথার মনি
খাওয়াও তাদের ঘি।
পেট ভরে খেতে চাইলে
ধমক দিয়ে বলে,
বেশি খেলে মরে যাবে
এড়িয়ে যায় ছলে।
যাকাতের কাপড় কিনে দেয়
নিন্ম তার মান,
বউয়ের কথায় ওঠে বসে
নষ্ট যে তার কান।
এমন দিন সবার আসবে
যাও কেন ভুলে,
তুমিও একদিন বৃদ্ধ হবে
অন্যায় রাখো তুলে।
তুমিও হবে কাজের লোক
ঝি হবে বউ,
তোমার ছেলে খেতে দেবেনা
থাকবেনা বলার কেউ।