বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
মোহাম্মদ মজিবুলহক
মহান নেতা বঙ্গবন্ধু বাংলায় ফিরেই এলে
তুমি ১৯৭২ ইং সালেরই ১০ই জানুয়ারিতে
ফিরলে হাসিমুখে তোমার স্বপ্নের বাংলায়
শতই চালাকি করেও রুখতে পারেনি তাতে
তোমার ডাকে সাড়া দিয়েই বাঙালি জাতি
পায় দিশা অমানিশা কেটে গর্জে ওঠে সবে
তখনি তারা বুঝে জনসমুদ্রেরই এই উত্তাল
রুখা সম্ভবই নয় ষড়যন্ত্রের জাল বুনে তবে
তাই ২৫শে মার্চের মধ্য রাতে নামে নরকের
বিভীষিকা নিস্তব্ধ প্রকৃতি যখনি সবে ঘুমায়
চারদিকে ঘিরেই তোমায় শত্রুরই দল কিন্তু
অস্ত্র ভয়ে দিশাহীন করতে পারেনি তোমায়
অটল তোমারি মনোবল ছিলো ভয়েই দমে
যাবারি নয় তুমি ছিলেনাতো ভীতু-কাপুরষ
তোমারি বজ্রকণ্ঠে স্বাধীনতার শাশ্বত বাণী
শুনেই আমরা বাঙালিদের হয়েছিলো হুঁশ
ভাবছে তারা তোমায় নিঃশেষ করেই দিতে
পারলে বাঙালিরই চিত্ত-অনল নিভে যাবে
ফিকে হয়ে যাবে তাদের স্বাধীনতা সে সাধ
তোমায় বন্দী করে অগ্নিতে ঘি ঢালেই তবে
ভেঙেই দেয় বাঙালির ধৈর্যেরই বাধ তখনি
ঝাঁপিয়ে পড়ছে তারা জয় বাংলা স্লোগানে
জেলের তালা ভাঙবো মুজিবকে আনবোই
স্লোগানের কাছেই হারে শত্রুর মেশিনগানে
নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০লক্ষ প্রাণের
বিনিময়েই তোমার আজন্ম সাধনারই দেশ
বীরের বেশে ফিরলে তুমি স্বপ্নের সোনারই
বাংলায় করতে পারেনি তারা সপ্ন নিঃশেষ
তোমার প্রত্যাবর্তনে বঙ্গে পোড়া মাটির প্রান
ফিরে পায় জাগে সোনার বাংলা গড়া আশা
তোমার খুনিদের তরে ধিক্কার ও প্রত্যাবর্তন
দিবসে তোমার তরে গভীর শ্রদ্ধা ভালোবাসা
