ভালোবাসা রং বদলায়
কাজী লীনা আরাফাত
তীব্র ভালোবাসা এক সময় ফিঁকে হয়,
অনন্তনীলাম্বরে তা মিলিয়ে যায়।
ঐ দূর পাহাড়ের ধূসর মেঘে তা,
কালের বিবর্তনে হারিয়ে যায়।।
মিথ্যা এই, মোহমায়ার আচ্ছাদন,
মিথ্যা এই, তোমাকে ছাড়া বাচঁবো না।
কি দারুণ! ফিঁকে ভালোবাসার আচ্ছাদনে,
যুগের পর যুগ, করি পরিভ্রমণ।।
এক গ্লাস, বিশুদ্ধ ভালোবাসা হবে কি?
যা পান করে,হবো আমি শুদ্ধ
যদি দিতে পার আমায়, বিশুদ্ধ ভালোবাসা,
আমি তোমায় দেব,এক রাশ নীল।।
