timevision new logo

না ফোঁটা কলির গল্প
কাঞ্চন চক্রবর্তী

উচ্চবিত্ত পরিবারের একমাত্র কন্যা নাম তনু,পুরানাম তনুলতা মাহাম্মুদ, বাবা জাকির মাহাম্মুদ বাবার নাম অনুসারে তনুলতা থেকে তনুলতা মাহাম্মুদ,অর্থবিত্ত প্রভাব পতিপত্তি নাম যশ খ্যাতি সারা দেশে বিস্তৃত, জাকির মাহাম্মুদকে ঢাকা শহরে চেনেনা বা নাম শোনেনি এমন মানুষ বোধ হয় পাওয়া যাবেনা, সমাজে দানশীল ব্যাক্তির পাঁচজনের নাম বললে প্রথমে জাকির মাহাম্মুদের নাম আসবে, ধর্মকর্মে ও সে খাঁটি মানুষ হিসাবে দাবীকরা যায়,তনু জন্ম হওয়ার কয়েক বছর পর তার স্ত্রী বিয়োগ ঘটে, দেশ ও বিদেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে পূন বিবাহ বন্ধনে, আবদ্ধ হওয়াটা তার হয়ে ওঠেনি কারণ টাকার নেশায় এতোটা মত্ত হয়ে পড়েছিল যে, নারী দেহের চেয়ে টাকার মূল্য তার কাছে বেশি বলে মনে হয়,তাছাড়া স্ত্রী বিয়োগের পর পরনারী আর সূরার মত্তছিলেন তিনি,কিন্তু বর্তমানে সত্যকথা এবং ভালকাজ ছাড়া অন্য কিছু তিনি ভাবতেও পারেন না,তাছাড়া গত বছর বাইতুল মোকারম মসজিদের ঈমামের কাছে গিয়ে তওবা পড়ে পবিত্র হজ্ ব্রত পালন করে এসেছেন, বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং টাকা পয়সার প্রতি মোহ এখন আর নেই,বাকি জীবনটা ধর্মের পথে কাটাবেন বলে মন স্থির করেছেন, এখন তিনি কোন মেয়েকে দেখা মাত্র মাতৃরূপে সম্মান করে থাকেন, তা হোক না গৃহের ঝি অথবা বাহিরের অন্য কোন মহিলা,তবে তার কন্যাকে ইসলামী পর্দার মাঝে আনতে পারেনি কারণ স্ত্রী বিয়োগের পর কন্যাকে বাড়ির বাহিরে রেখে লেখাপড়া করানোর জন্য,সারাদিন

চলবে- – – –