আত্মবিশ্লেষণ-২
কাজী লীনা আরাফাত
যুগের পর যুগ নানা জটিল বলয় পরিক্রমনের পর ও একটি নির্দিষ্ট আবদ্ধতায় আমার মগজের পোকা গুলি আবদ্ধ,,আবদ্ধ তাদের দ্বায়বদ্ধতায়,,তারা মুক্তির পথ থেকে যোজন – যোজন আলোকবর্ষ দূরে……………….।।
পোকাগুলো ফিসফিসিয়ে কানের কাছে বিরক্তি ফুটিয়ে বললো,,কিছু প্রশ্নের উত্তর দাও………
আমি চোখ বন্ধ করে বললাম,, বলো…………………….
প্রশ্নঃ এ জীবনে কত বার দায়িত্ব অবহেলা করেছো….?
উত্তরঃ একবার ও না।।
প্রশ্নঃকারো হক বা ওয়ারিশ ফাঁকি দিয়েছো…………?
উত্তরঃ না,,কখনোই না।
প্রশ্নঃ পরকীয়া বা অন্য আসক্তি…………..?
উত্তরঃ কখনোই না।
এবার আমি বিরক্তি ফুটিয়ে বললাম,,এখুনি মগজ থেকে বের হও………
তারা হাসতে হাসতে আমার মগজের অলি গলি, চিপাচাপায় কোথায় যেন হারিয়ে গেলো,,,
দিনকে দিন পোকাগুলো আমার ভদ্রতা কে দুর্বলতা ভাবা শুরু করেছে……।।
আমি আস্তে আস্তে আবার চোখ মেলে তাকালাম।।
বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর শাখা।
