তাতে আমার কি
কাজী লীনা আরাফাত
বিবেক আমার শূন্যের কোঠায়
তাতে আমার কি ?
প্রিয় জনের ঘর ভাঙ্গলো
তাতে আমার কি ?
ওমুক হলো সর্বহারা
তাতে আমার কি ?
তমুক হারালো সম্ভ্রম
তাতে আমার কি ?
মানবতা মানবিকতা হারালো
তাতে আমার কি ???
বিবেক আমার শূন্যের কোঠায়
তাতে আমার কি?
বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর শাখা।।
