নাসির উদ্দিন নয়ন কুয়াদা,যশোর : যশোর সদরের ১১নং রামনগর উইনিয়ানের সতীঘাটা কামালপুর গ্রামের মরহুম আব্দুস সালাম (মাতুব্বর) পাটোয়ারীর মাখফিরাত কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বরিবার যহুর বাদ কামালপুর গ্রামে নিজ বাড়িতে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন এলাকার মুসুল্লী গণ। মরহুম আব্দুস সালামের রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কামালপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম।
