কল্পনার বসতবাটি
সাজেদা ডুলু
শুভক্ষনে চন্দ্রালোকিত আকাশ
লাখো তারাপুঞ্জের আলোকচ্ছটা।
সাধ জেগেছিল —
মেঘের দেশে ভেলায় চড়ে হারিয়ে যাব
নিরুদ্দেশ পথে।
প্রগল্ভতায় পাড়ি দেব সাগরের জলরাশির
সিন্ধু তলা ;
তিমির রাত্রি ঘুটঘুটে আঁধারে দুজনার স্পর্শ
খুঁজবো জোৎস্নাস্নাত রজনীর স্নিগ্ধতা!
কাল বৈশাখীর উম্মাদনায় লন্ডভন্ড জমিনে
রচিব সবুজ শ্যামলতা:
জীবনের মনোস্ফুরনে রাঙ্গাবো,সাতরঙ্গের
রংধনুর উদ্ভাসিতা।
কল্পনার রাজ্যে ” মহান স্রষ্টা ” করিলেন ভৎর্সনা
যমদূত ডাকিছে বারংবার
করোনা বিধ্বংসী করুনা ছলে মুখাবয়ব ছোঁয়া।
স্বপ্নরাজ্য বিলীন হোল একনিমিষে অবসান
মোরা দুজনা সাদা কফিনে মুড়ে মৃত্তিকা গহ্বরে।
২৮ এপ্রিল ২০২০।
কানাডা
