স্বপ্নপুরী
এক আছে স্বপ্নপুরী
স্বপ্নে ঘেরা দেশ,
একটি পরি ছিলো সেথায়
দেখতে মিষ্টি বেশ।
পরি হলো অপরূপা
আরো ছিলো ডানা,
স্বপ্নের দেশে ঘুরে বেড়াতো
শুনতো না কারো মানা।
একদিন এক রাজকুমার
পরির দেশে এলো,
দেখলো সেই পরি টাকে
আর ফেললো বেসে ভালো।
রাজকুমার পরির প্রেমে
উঠলো যে মেতে,
পরিকে নিয়ে রাজপুরীতে
চাইলো কুমার যেতে।
পথমধ্যে আটকা পড়লো
সাধের স্বপ্ন পরি,
রাজকুমার থমকে গেলো
থেমে গেলো জীবন ঘড়ি।
স্বপ্নের পরি উড়ে গেলো
স্বপ্নপুরীর দেশে,
রাজকুমার পড়ে রইলো
নিঃস্ব কাঙালের বেশে।
সে কি ছিলো কল্পনা,
না এসেছিলো স্বপ্নে!!!
যাই হোক তাকে আমি
রাখবো মনে যত্নে।
রুম্পা রায়,
বাজুয়া,খুলনা, বাংলাদেশ
