মনির হোসেন, নওগাঁ :নওগাঁর পাইকারী বাজারগুলোতে কমেছে সব ধরনের মাছের দাম প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কমে ব্যবসায়ীরা বলছেন, বিল জলাশয়ের পানি কমায় আড়ৎ গুলোতে বেড়েছে দেশীয় মাছের আমদানি এতে লোকসান গুনতে হচ্ছে মাছ চাষি ও ব্যবসায়ীদের।
বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণে দেশীয় মাছ জেলেরা এসব মাছ বিক্রির জন্য নিয়ে আসেন নওগাঁর সতিহাট পাইকারি আড়তে৷
তবে গত সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব মাছের দাম কমেছে দাম কমের তালিকায় রয়েছে রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল ও দেশীয় সিলভারকাপ।
আড়তে রুই প্রতি কেজি ৯০ টাকা কাতল ১০০ টাকা, সিলভার কাপ ৭০ টাকা ও মৃগেল ৮০ টাকা গেলও সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত কমেছে এসব মাছের দর এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষীরা।
প্রতি সপ্তাহে সতিহাট পাইকারী মাছ আড়তে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ ক্রয়- বিক্রয় হয় মাছের আমদানি বাড়লেও পাইকার না থাকায় ক্রয়- বিক্রয় খারাপ বললেন সতিহাট আড়ৎ সমিতির সভপাতি চঞ্চল কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক মো আবুল কালাম আজাদ।
