পথিক সাহিত্য আড্ডা~৩ ভার্চুয়ালভাবে আজ ২৯/০৮/২০২০ অনুষ্ঠিত হলো। আজকের অনুষ্ঠানে আমেরিকা, কানাডাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানের কবিগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জাহান আরা খান কোহিনুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জেবুন্নাহার জ্যোৎস্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ভজন সরকার ও কবি ফরিদুজ্জামান। আসরে কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন সর্বকবি সাজেদা ডুলু, গোলাম মোস্তফা মুন্না, রাজ পথিক, এম এন এস তুর্কি, রবিউল হাসনাত সজল, জাহিদুল ইসলাম মাটি, আবু সাহেদ সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি শাহরিয়ার সোহেল। কবিদের স্বতঃস্ফুর্তভাবে আগামী অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
