নিত্য নতুন
যাদু
আজন্ম লালায়িত ইচ্ছে গুলো আদুরে ভীষণ
ঠা ঠা রোদ্দুর, খাঁ খাঁ মরুভূমি;তুমি আর আমি…
দিগন্তজোড়া মাঠ,দূরে নুয়ে পড়া ক্লান্ত গগণ
তারই মাঝে প্রেমান্ধ দু’জন,তুমি আর আমি…
সুউচ্চ শৃঙ্গমালা নির্মেঘ, শব্দ উত্থিত ক্রন্দন
স্বচ্ছ সঙ্গমে বোধশূন্য প্রণয়, তুমি আর আমি…
বিস্তীর্ণ জলরাশি, নিরুপায় পানসী ভাসমান
ক্ষুধার্ত সঘনে নিশ্চিত প্রলয়; তুমি আর আমি…
প্রেম, প্রেম, প্রেম বয়…মৃত্যু ভুলে জীবন পাই
শত জনমের ভালোবাসা ঝলসাই,চমকায়
শত জনমের ভালোবাসা বরষায়,কাতরায়
আমার ইচ্ছে গুলো নতুন নয় পুরোন ভীষণ।।
