অম্লান বাংলা চাই
মহব্বত আলী মন্টু
কেমন সোনার বাংলা আমার
হাসতে চেয়ে কাঁদি,
বলতে গেলে শরম লাগে
পেঁয়াজ ছাড়াই রাঁধি।
খাইলে ধরা দুর্নিতিবাজ
কোটি টাকার নোট,
চেহারা ছবি ভিন্ন হলেও
গায়ে একই কোট।
বলবো না ভাই কিছু আমি
দুর্নিতি কেন বাড়ে,
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
যখন ধরা পড়ে।
রং তামশার সেলফি তোলে
ভোঁজ টেবিলের ছবি,
একই ফ্রেমে অন্তরঙ্গ
জলসা ঘরে ববি।
নেতার কথা ছাড় পাবেনা
যে দলেরই হোক,
দুমাস পরে সামনে আবার
শাসক দলের লোক।
এদায় আমার এদায় তোমার
সোনার বাংলা অম্লান,
শুধলে স্বভাব বাঁচবে জাতি
বাঁচবে দেশের মান।
