খোঁজ
স্বপ্না সাহা
মনের ভেতর মন আছে
তার খোঁজ কে বা রাখে
চিকচিকে দু চোখের মাঝে
স্বপ্নের কথা কে ভাবে।
চোখের কোণায় হাসির ঝলক
কে বা জলের খোঁজ করে
শুকনো জলের মরুভূমিতে
স্বপ্নগুলো রোজই মরে।
বাঁচার মধ্যে বাঁচার ইচ্ছে
তার হদিস কজন রাখে
সুরের মধ্যে অন্য সুর
কে বা দেখে দু চোখে।
পাশের থেকে পাশের খোঁজ
নিতে আজ আসে না কেউ
ডিজিটাল যুগের ডিজিটাল খোঁজের
আজ উপচে পড়ে ঢেউ।।
