শপথ
অরিজিৎ
যদি উত্তর নাহি পাও, অদৃশ মত
হয় যদি বল ক্ষীণ বহিতে শপথ,
স্বীকারিবে করজোড়ে নাহি তাতে লাজ
পুনরায় সাজা যাবে রাজনের সাজ,
ন্যায়তুলা লয়ে শিরে মহাকাল থাকে
ইতিহাস বারবার করিছে প্রমাণ,
কপটতা সমাদরে কভু নাহি থাকে
শপথের অনাদর মিছের সমান,
বরাভয় চাহিবারে ভুলিওনা কভু
সকলের ত্রাতা তিনি সকলের প্রভু
লাজ নাহি তাঁর কাছে গ্রহীবারে দান,
পালনে শপথখানি ভুলিওনা তবু
সোনার আসনে বসি রাজা নাহি হয়,
শপথ পালনে মেলে রাজ পরিচয়।
