টাইম ভিশন ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ১৬ তম শাহাদাত বার্ষিকীতে স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা’র শ্রদ্ধাঞ্জলি । বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা ৫ আসনের সাবেক এমপি ।
তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আস্থাভাজন মানুষ। অ্যাডভোকেট শামসুল হকের ১৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আস্থা সবার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার মাগরিবের নামাজের পর, মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
যশোর শহরের গাড়ি খানা রোডের আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন ক্যাফে চপস্টিকে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আস্থা সবার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের
প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক, মেহেদী হাসান শিহাব, সাবেক সভাপতি মাহমুদ আহমেদ, সম্মানিত সদস্য আবু সুফিয়ান, কার্যকারী সদস্য মুন্না, সাধারণ সদস্য মুক্তাদির রহমান, সৈকত, মেহেদী, রাসেল প্রমুখ।
