আত্মশুদ্ধি
মহব্বত আলী মন্টু
তোমার বিশ্ব আমি নিঃস্ব
ধরার মাঝে নামী,
তুমি প্রকৃতি আমার স্বীকৃতি
দিয়েছো অন্তর্জামি।
তোমার বক্ষে চলার লক্ষ্যে
চরণে কদম তোলে,
পঙ্খি গুঞ্জন অরণ্য রঞ্জন
রক্তিম ভাস্কর দোলে।
হস্ত কর্ষন চক্ষু দর্শন
কর্ণে দিয়েছ শ্রবণ,
মস্তকে বুদ্ধি অাত্ম শুদ্ধি
গোলালে হবে দ্রবণ।
ভ্রষ্ট পাপে অনল তাপে
অনন্ত পদ মাটি,
যুগান্ত হলে ফুটন্ত জলে
অঙ্গার হবে খাঁটি।
