মাটির টান
নুর মোহাম্মদ মেহেদী
মুছাপুরের মাটি আমার কাছে
হৃদয়ের চেয়েও ও খাঁটি,
তাতে লেগে আছে আমার
মায়ের আঁচলের দুলি।
সে মাটির গন্ধ নিতে নিতে আমি
হারিয়ে পেলেছি নিজে কে মাটির কাছে,
সে মাটির গন্ধ তে যে লেগে আছে
আমার বাবার ঘামের গন্ধ।
সে মাটির টানে যে আমাকে বার বার
ফিরিয়ে নে কাজি বাড়ির চোকাটে,
আমি আজো হৃদয় ভরে নিষাশনি
সে সিক্ত মাটির গন্ধ থেকে।
সে মাটির গন্ধ নিতে নিতে চিরো নিধ্রায়
ঘুমিয়ে আছে আমার শতো প্রিয় মানুষ,
আমি ও যে মিনতি করি রবের নিকট
সে মাটিতে চিরো নিধ্রায় ঘুমিয়ে থাকতে পারি।
