জীবন কথা : যাদু
জীবনে প্রেম ছিলো যেমন সবারই থাকে
জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তিও ছিলো,
ছিলো আক্ষেপ বড় বড় দীর্ঘশ্বাসও।
সাফল্য নামক অজস্র মুহূর্ত স্মৃতির আঁটবন্দী ফ্রেমে
এখন তারা ব্যাঙ্গ করে সময়েরই অপচয় অলঙ্করণে।
জীবনে ঘৃণা ছিলো যেমন সবারই থাকে
জীবনে দহন-জ্বলুনীও ছিলো,
ছিলো তেজদীপ্ত সহস্র অভিমানও।
দুপায়ে মাড়িয়ে ঘরকুণো জীবন কেঁদেছে অন্ধকারে
এখন তারা শক্তি যোগায় মেরুদন্ড পুণঃ বিনির্মাণে।
হাতছোঁয়া দূরত্বে ছিলো আকাশের গাঢ় নীল
সমুদ্র মাঝে স্পর্শিনী লাজে বিদগ্ধ সঙ্গিন
সুউচ্চ শৃঙ্গে সদর্পে বিচরণ সেও অমলিন।
জীবনে কান্না এসেছে বহুবার প্রেমে-অপ্রেমে
জীবনে খুশি এসেছে বারকয়েক,
উপেক্ষা এসেছে শতেক
অশ্রু গড়িয়েছে,শুকিয়েছে অতৃপ্ত ব্যর্থ সঙ্গমে।।
যাদু ,যশোর
