টোকাই ভাবনা
মহব্বত আলী মন্টু
এই ছেলে তুই থাকিস কোথায়?
ফুটপাতে,ঐ–গাছের তলায়।
খাস কিরে তুই?
যখন যা পাই।
করিস কি তুই?
বোতল কুড়াই।
নেই কেহ তোর এই দুনিয়ায়?
আছে সবাই আপন কায়ায়।
বাপ-মা কোথায়?
মা মরেছে লেগে আগুন,
বাপের মনে তাইতো ফাগুন।
হাসিস না কেন?
ভুলে গেছি দুঃখ তাপে,
খোঁজ রাখেনা নিজের বাপে।
লেখাপড়া করবি কি তুই?
যদি কোন সুযোগ মেলে।
ভাল্লাগেনা,কি আর হবে ওসব খেলে।
লেখাপড়ায় বাঁধ মানেনা,
চরিত্র-টা ঠিক থাকে না।
যে করেছে যত বেশী,
দুর্নীতির দায় সেইতো দোষী।
কলম যদি মিথ্যা লেখে
দায় কে নেবে সর্বনাশে?
দেশটা খুন করেছে তারা
কলম দিয়ে লুটছে যারা।
