না জানি কেমন আছো?
মোঃ মজিবুলহক
আমি আছি সেই আগের মতো
হৃদয়ে নিয়েই নাহয় কিছু ক্ষত,
জানিনা তুমি এখন আছো কেমন
স্বামীসংসার চলছেতো ঠিক মতন?
এই জনমে তোমার সনে নাহি হলো মিলন
মন খারাপ করিনা সেতো বিধাতার লিখন।
সব সপ্ন সত্য হয়না সেতো বিধির কুদরত
তাইতো রয়েছেও সপ্নের বিপরীত দলগত,
যদিও তোমার তরে কাঁদে মন প্রতিনিয়ত
নিরন্তর ভালো থেকো প্রিয়া দোয়া সতত।
