টোপ
আভা সরকার মন্ডল
অভিনয়ের ছিপে লোভনীয় টোপ
কেউ কেউ ধোঁকা খায়,
অনেকেই আবার সুযোগের করে সদ্ব্যবহার
আধার ঠুকরে গুছিয়ে নেয় যে যার আখের।
ঘাটে ঘাটে যার ছিপ….
ফাতনার তলায় টোপ…..
ভালোবাসার অতল গভীরতায়
ডুবে যাওয়া হয়না তার।
ভালবাসাহীন বুকে ধৈর্য্য সহ্য জন্মায় না
মেনে নেয়া ঝাড়লন্ঠনও দেয়না, নানা রঙের আলো।
গোত্র নির্ধারণের সময় এলে
রজকের সারমেয় টি মুখ দেখায় শুধু।
জীবন মানে তখন ভেগে যাওয়া.. পড়িমড়ি
গুছিয়ে বলতে গেলে—
‘অতি চালাকের গলায় দড়ি’।
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত
