৭ মার্চে ঝিকরগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানী, সদস্য শাকিল খান, শামীম হোসেন, সবুজ হোসেন, জাকির হোসেন, কুতুব উদ্দিন, রফিকুল ইসলাম, মাসুম হোসেন, সৌখিন খান, গদখালির সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মেরাজ হোসেন মিঠু, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুরের সাধারণ সম্পাদক আশানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুজাউদৌলা রকি, বাঁকড়ার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।

১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।