হরিপুরে আতঙ্কে রয়েছে ছাত্র-ছাত্রী চলছে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান

মোঃ ফরিয়াদ আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিদ্যালয়টি বাহিরে থেকে দেখলে বুঝার উপায় নেই যে বিদ্যালয়ের ছাঁদে ফাটল কিংবা পলেস্তারা খসে পড়তেছে, কিন্তু ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে যায় পলেস্তারা খসে পড়ার চিত্র। এমনটায় ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের চিত্র। বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত হয় মাত্র ৩৩শতাংশ জমির উপর চার কক্ষ বিশিষ্ট ।

বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন এবং ৫ জন শিক্ষক দ্বারা পরিচালিত। এতে সর জমিনে পরিদর্শন কালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জালাল সরকার জানান ৫ম শ্রেনির ক্লাস চলা কালে হঠাৎ বিদ্যালয়ের ছাঁদের পলেস্তারা খসে পড়ে এতে ক্ষুদে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলেন হরিপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুনজুরুল ইসলাম জানান, যে বিদ্যালয়টি ইন্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা পর বিদ্যালয়টি পরিত্যাক্ত বলে ঘোষণা করা হয়, এবং অতিদ্রুত বিদ্যালয়টি পূনরায় সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।