শেখ হাসিনার আগমন উপলক্ষে নির্বাসখোলায় স্বেচ্ছাসেবক লীগের ‘প্রচার সভা’

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
আগামী ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রচার সভা ও লিফলেট বিতরণ করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজারডুমুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে প্রচার সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বাজারে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এর আগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার গাজী গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও পৌর নেতা তৌহিদুর রহমান।

নির্বাসখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজমিনুর রহমান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, আব্দুল গফুর তোতা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, শামীম কবির, প্রচার সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দপ্তর সম্পাদক মাহাবুর রহমান নয়ন, অর্থসম্পাদক আলতাফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খাতুন, ইউপি সদস্য আবু তাহের, শিমুলিয়ার সহ-সভাপতি তুহিনুর রহমান, নাভারণের রিজু আহমেদ, রবি শিকদার, নির্বাসখোলার মুরাদ হোসেন, আলিম, ফরহাদ হোসেন, আলম, মমিনুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব আহমেদ, ছাত্রলীগ নেতা অয়ন, ফয়সাল, জহুরুল, শিহাব, আবু সাঈদ প্রমুখ।

উল্লেখ্য, ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।