
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল করেছে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। শনিবার বিকেলে টোকিও টাওয়ার অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য জাহিদুল সরদার, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, যুগ্ম-আহ্বায়ক আসাদুল ইসলাম, আজম মো. ড্যানি, সদস্য কুতুব উদ্দিন মৃধ্যা,
কামরুজ্জামান শাহীন, রাজন আহম্মেদ, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিব্বির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, সদস্য আক্তারুজ্জামান অনু, ঝিকরগাছা ইউনিয়নের সহ-সভাপতি জাকির হোসেন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণের সভাপতি ফারুক শিকদার, গদখালীর সাধারণ সম্পাদক আবুল কালাম, নবাব আলী, শফিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাটাখাল বেলেবটতলা জামে মসজিদের ইমাম মতিউর রহমান।
