
স্টাফ রিপোর্টার,টাইমভিশন২৪: হাটু কচলাই যাবে কিন্তু পথ আগবেনা স্রোগান নিয়ে ১২ বছর আগে পথচলা শুরু করে কাদাখোঁচা নামের স্বেচ্ছাসেবী সংগঠন। যশোরের অভয়নগরে ১৬ সদস্য নিয়ে কাদাখোঁচা যাত্রা শুরু করলেও বর্তমানে সদস্য সংখ্যা তিনশ।
শৈশবের স্মৃতিতে ফিরে যেতে ২০১২ সালে কাদাখোঁচা নামের সংগঠনটি এক ব্যাতিক্রমী ভ্রমণের উদ্যোগ নেয়। সংগঠনের নাম শুনে প্রধম দিকে স্থানীয়দের মাঝে হাস্যরসের সৃস্টি হলেও সামাজিক কাজের মাধ্যমে এখন জনপ্রিয় সংগঠনে রুপ নিয়েছে কাদাখোঁচা।
২৩ ফেব্রুয়ারি বিকেলে কাদাখোঁচা সংগঠনের ১২ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে যশোরে অভয়নগরে কাদাখোঁচার কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন কাদাখোঁচা কর্তৃপক্ষ। কাদাখোঁচার সভাপতি আসাদুজ্জামান জনি ও সম্রাট হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কাদাখোঁচার একযুগ। বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে একযুগপূর্তি অনুষ্ঠানের শুরু করে কাদাখোঁচার সদস্যরা। পরে গেঞ্জির মোড়ক উন্মোচন, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারা। আয়োজকরা জানান, শৈশবে ফিরতে তারা প্রতিবছর এই ব্যাতিক্রমী ভ্রমণের আয়োজন করে থাকে। ভবিষ্যতে এটিকে আরও বৃহৎ আকার দিতে চান তারা।
