যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের তীব্র প্রতিবাদ ও নিন্দা  

টাইমভিশন,যশোর:যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা শনিবার রাতে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়ি বাজারে মনিরুল ইসলামের ওপর হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটর সাইকেলটিও ব্যাপক ভাংচুর করে। এ ব্যাপারে মনিরুল ইসলাম শার্শা থানায় অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃদ্বয় বলেন সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের সন্ত্রাসী হামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। সাংবাদিক মনিরুল ইসলামের কিছু হলে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ঘরে বসে থাকবে না। নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।