
নিজস্ব প্রতিবেদক: সেট টপ বক্স না বসালে স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না ডিস লাইন বা ক্যাবল টিভি ব্যবহারকারীরা। আগামী ‘৩১ ডিসেম্বরের মধ্যে যশোর জেলায় ডিজিটালাইজেশন কার্যক্রম বাধ্যতামূলক’ শীর্ষক আলোচনাসভায় এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সভার আয়োজন করে যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড।
সভা থেকে জানানো হয়, সরকার ঘোষিত ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে যশোর সিটি ক্যাবল ডিজিটাল হেডএন রেডি করা আছে। শুধুমাত্র সেট টপ বক্স বিতরণ করা হয়নি। এখন থেকে বিতরণ শুরু হবে।
সভায় বক্তারা বলেন, দেশ ডিজিটাল হলেও এখনো কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটাল হয়নি। ভারতে হয়ে গেছে, নেপালে ব্যাপক আকারে হয়ে গেছে। আমাদের দেশে এটি করলে সবার জন্যই সুবিধা। গ্রাহকরা ভালোভাবে টেলিভিশনে সব চ্যানেল পরিষ্কার দেখতে পাবেন।
তারা আরও বলেন, এ সময়ের মধ্যে গ্রাহকরা সেট টপ বক্স না বসালে টেলিভিশনে ক্যাবল টিভি সেবা পাওয়া যাবে না। ৩১ ডিসেম্বরের মধ্যে জেলার ৮টি উপজেলায় সব কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর সিটি সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মারুফ হাসান, এমডি মীর মোশাররফ হোসেন বাবু, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডিএমডি আমিনুল ইসলাম, দপ্তর পরিচালক হুমায়ুন কবীর , অর্থ পরিচালক একে এম ওহিদুজ্জামান, প্রশাসন পরিচালক শহীদুজ্জামান অপু, পরিকল্পনা পরিচালক আফজালুর করিম রানু, ইন্টারনেট পরিচালক রুহুল কুদ্দুস মুকুল, এছাড়া সিটি ক্যাবলের শেয়ারহোল্ডারগণ ও সব উপজেলার ক্যাবল অপারেটরবৃন্দ।
