
অভিযোগের তীর ম্যানেজিং কমিটির সভাপতির দিকে
ওবাইদুল ইসলাম অভি,যশোর: যশোর সদর উপজেলার হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আবুহুরায়রা অন্তর (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত অন্তর রামনগর নামেজ সরদার স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ও রাজারহাট পুকুরকুলের হায়দার আলির ছেলে।
রোববার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে আহতের বন্ধু জুবায়ের হোসেন জানায়,আমরা হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় খেলা দেখতে গেছিলাম তখন হঠাৎ তিনটি মোটরসাইকেলর ৬ জন আসে এবং আগে থেকে ওখানে থাকাসহ প্রায় ৮ জন মিলে চাকু দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাদের মধ্যে নয়ন,ইউসুব,মারুফ,ফয়সাল ও সাকিবকে চিনতে পেরেছি। এরপরে স্থানীয়দের সহযোগীতায় আবুহুরায়রা অন্তরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্তরের সহপাঠী আলামিন হোসেন জানায়,আমাদের স্কুলের সভাপতি মুকুল সাহেব বিভিন্ন সময় দলীয প্রগ্রামে ডাকেন সেখানে আমরা যেতে চাইনি তাই আমাদের বন্ধুকে জখম করেছে।এছাড়াও বিভিন্ন অজুহাতে আমাদেরকে স্কুল থেকে বের করে দেয়।
আহত অন্তররের পিতা হায়দার আলি বলেন,স্থানীয় একটি প্রভাবশালী মহল এ কাজটি করিযেছেন অল্পের জন্য আমার সন্তান বেঁচে গেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। জানতে চাইলে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আলাউদ্দিন মুকল বলেন, চাকু মারার বিষয়ে আমি কিছুই জানিনা।
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বলেন,আমি মুঠোফোনে জানতে পেরে হাসপাতালে আসছি যারাই আবুহুরায়রাকে ছুরিকাহত করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি। হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়শা বলেন আবুহুরায়রা নামের রোগি দুটি স্টেপ ইন্জুরি নিয়ে ভর্তি হয়েছে তাকে সেলাই দেয়া হয়েছে আর মাধায় আঘাত আছে এজন্য রিপোর্ট করাতে বলা হয়েছে রিপোর্ট দেখলে বাকিটা বোঝা যাবে।
