যশোরে নীলগঞ্জ মহাশ্মশান সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জি.এম.অভি,যশোর:যশোরের সনাতন ধর্মাবলম্বীদের দাহ করার একমাত্র স্থান নীলগঞ্জ মহাশ্মশান। এ মহাশ্মশানের সভাপতি অসীম কুন্ডের বিরুদ্ধে নানান অভিযোগ। অবৈধ ক্ষমতাবলে ১৯ বছর শ্মশানের সভাপতির পদ নিয়ে বসে আছেন অসীম কুন্ড। শ্মশানের আয় ব্যায় এর হিসেব দিতে চাননা অসীম কুন্ড। কমিটির নেই কোন গঠনতন্ত্র, এ সভাপতি যা ইচ্ছে তাই করে চালিয়ে যাচ্ছেন যা অন্য সদস্যরা জানেনা।

এদিকে গত শুক্রবার নামযজ্ঞ অনুষ্ঠান করার কথা বলে সদস্যদের ডেকে এনে একটি কমিটি গঠন করেছেন অসীম কুন্ড। সে কমিটিতে সাধারন সম্পাদক করা হয়েছে সনৎ সাহাকে। সনৎ সাহাকে নিয়েও সাধারন সদস্যদের মধ্যে রয়েছে নানান সমালোচনা। নীলগঞ্জ মহাশ্মশানের সভাপতি অসীম কুন্ডের অবৈধ কার্যক্রম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন, মহাশ্মশান রক্ষা কমিটির আহবায়ক অশোক কুমার বোস।

বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নীলগঞ্জ মহাশ্মশান রক্ষা কমিটির সদস্য উৎপল ঘোষ,সুকদেব দাস,আনন্দ কুমার দাঁ,শুভাশিস,অর্চনা অধিকারী, সঞ্জয় সাহা,শুকুমার,বাবু হালদার,সমর মন্ডল,বাপ্পি ঘোষ, অভিজিৎ বিশ্বাস,রতন আচার্য ও নব কুমার শাহাসহ শ্মশান রক্ষা কমিটির সদস্যরা।

লিখিত বক্তব্যে নীলগঞ্জ মহাশ্মশান রক্ষা কমিটির আহবায়ক অশোক কুমার বোস বলেন, শ্মশানের গাছপালা বিক্রির হিসাব জনসাধারণকে না দিয়ে কিছু অনুসারী নিয়ে এই মহাশ্মশান চালানো হচ্ছে।বর্তমানে চিতার অবস্থা খুব খারাপ। অফিসের নামে স্বেচ্ছাচারিতা কেন্দ্র স্থাপপন করা হয়েছে শ্মশানে। যশোরের সচেতন সনাতন ধর্মাবলম্বীরা এই কমিটি মেনে নিবেনা। মহাশ্মশানের বিষয়ে একেবারেই উদসীন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আমাদের দাবী সর্বসাধারণকে ডেকে সকলকে নিয়ে একটা কমিটি করতে হবে এবং অবশ্যই পূর্বের সব অনুষ্ঠান এবং বিল্ডিং এর হিসাব দিতে হবে। সংবাদ সম্মেলনে শ্মশান রক্ষা কমিটির নেতারা বলেন, অবিলম্বে অবৈধভাবে গঠিত কমিটি বাতিল করে সকলের কাছে গ্রহণযোগ্য কমিটি করতে হবে নতুবা আসছে শুক্রবার মহাশ্মশানে বিক্ষোভ সমাবেশ করে এর চুড়ান্ত সুরাহা করা হবে।এ সময় তারা যশোরের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপের কামনা করেন।

একইসাথে জেলা পূজা পরিষদকেও সক্রিয় হতে দাবী জানায়। এ বিষয় জানতে চাইলে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অসীম কুন্ড সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমরা একটি সুন্দর ও সঠিক কমিটি উপহার দিয়েছি যারা পদ পায়নি তারাই এ অভিযোগ করছে।