ওবাইদুল ইসলাম অভি,যশোর:
যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের দায়ের কোপে চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷
নিহত কামরুজ্জান কামু (৫০) ওই গ্রামের নুরুল হক সরদারের ছেলে। আহতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে আতাউর রহমান। তারা সকলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘাতক উসমান আলী (৫০) ও আলী হোসেন (৩৫) একই গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে। তারা দুজনই পলাতক রয়েছেন।
স্থানীয় আশানুর রহমান জানান, জমি-জায়গা সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে কামরুজ্জান কামু ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান চাচাতো দুই ভাই উসমান আলী ও আলী হোসেন। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে কামুসহ আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কামু মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক দুজন পলাতক আছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।