যশোরে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: যশোরে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের  সহকারী পরিচালক ডাঃ মাহমুদুল বাসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সকাল ১১ টায় পুষ্টি বিষয়ক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ অর্ণব বকশী ‌, সহকারী মেডিকেল অফিসার ডাঃ সাজেদা আক্তার কেয়া, আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন।