
ওবাইদুল ইসলাম অভি: সরাসরি দোকানে যেয়ে গ্যাস ক্রয় করলে দাম ১২ শ টাকা। দোকানি বাসাবাড়িতে গ্যাস পৌঁছে দিলে গুনতে হবে ডেলিভারি চার্জ। সরকার কতৃক ঘোষিত ১২শ টাকা দরে কিছু কোম্পানির গ্যাস বিক্রি করলেও সব কোম্পানির গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না। যারফলে যশোরের খুচরা গ্যাস ব্যবসায়ী ও গ্রাহকদের সাথে তর্ক-বিতর্ক এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ কতৃক জরিমানা গুনতে হয়েছে ব্যবসায়ীদের।
গতকাল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন যশোর জেলা এল,পি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার পরে যশোরের সাংবাদিকদের সাথে পরামর্শকমূলক আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুন ও সদস্য ১ মহিবুল রশিদ আকাশ।
যশোর জেলা এলপি গ্যাস সমিতির নেতারা জানান, ট্রাকে খালি সিলিন্ডার উঠানো এবং ট্রাক থেকে ভরা গ্যাস নামাতে প্রায় ৫-৭ টাকা খরচ হয়। বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের অর্ডার মোতাবেক ডিস্ট্রিবিউটরগণ তাদের নিজস্ব ছোট গাড়ীতে কর্মচারীর মাধ্যমে গ্যাস সরবরাহ করে দোকান হতে খালি সিলিন্ডার সংগ্রহ করে আবার ডিস্ট্রিবিউটরদের গোডাউনে ফিরিয়ে আনা পর্যন্ত প্রতি সিলিন্ডারে ২০-২২ টাকা খরচ হয়। এছাড়া একজন ডিস্ট্রিবিউটরের গোডাউন ভাড়া, কর্মচারীদের বেতন, ইলেকট্রিক বিল, বিস্ফোরক লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স নবায়ন, ইনকাম ট্যাক্স ও ভ্যাট প্রদানে আরো সিলিন্ডার প্রতি ২০-২৪ টাকা খরচ হয় । তাহলে দেখা যায় একটি সিলিন্ডার ডিষ্ট্রিবিউটর পয়েন্ট হতে খুচরা দোকান পর্যন্ত পৌছাতে প্রায় ৫০-৫৫ টাকা ব্যয় হয়, একজন খুচরা গ্যাস ব্যবসায়ী যখন ঐ গ্যাস গ্রাহকের বাসায় মটর সাইকেল/বাই সাইকেল/রিক্সা/ভ্যান যোগে পৌছিয়ে দিয়ে গ্যাস নামিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে আসার জন্য গ্রাহকের বাড়ীর দুরত্ব ও বাড়ীর তলা ভেদে ৫০-৭০ টাকা খরচ হয় । আবার খুচরা ব্যবসায়ীর ঘর ভাড়া, কর্মচারীদের বেতন, ইলেকট্রিক বিল বিস্ফোরক লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স নবায়ন, ইনকাম ট্যাক্স ও ভ্যাট বাবদ প্রতি সিলিন্ডারে ৮-১০ টাকা খরচ হয় ।
উপরোক্ত কারণে সরকার কর্তৃক ঘোষিত মূল্য ১২শ টাকায় গ্যাস বিক্রি করা সম্ভব না । যার কারণে ভোক্তাদের সাথে আমাদের ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে । তাই যশোরের প্রশাসন ও সাধারণ জনগনের নিকট থেকে করণীয় সম্পর্কে পরামর্শ চান। এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা এল,পি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এ.কে.এম শামসুল কাদের,সহ সম্পাদক ফসিয়ার রহমান ও সদস্য ফিরোজ আহমেদসহ নেতৃবৃন্দ।
