
জি এম অভি,যশোর: যশোরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ।
সকাল ১১ টায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,
জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেইনার আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে
মেডিকেল অফিসার ডাঃ অর্ণব বকশী , মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রন)ডাঃ সৌরভ রায় মৈত্র,
মেডিকেল অফিসার ডাঃ সাজেদা আক্তার কেয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
