
বিষ মুক্ত সবজি চাষে যশোর অঞ্চলের কৃষকরা সারা বিশ্বব্যাপি সুনাম অর্জন করছেন:কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত
সচিব রবীন্দ্রশ্রী
চুড়ামনকাটি(যশোর)প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার সবচেয়ে বেশি ভ’র্তকি দিয়ে যাচ্ছে।যা আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি জানান।শনিবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালি গ্রামে আই পি এম পদ্ধতিতে রপ্তানি যোগ্য বেগুন উৎপাদন
শীর্ষক মাঠ দিবসে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.মোঃ এখলাছ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির
বক্তব্য তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন,বিষ মুক্ত সবজি চাষে যশোর অঞ্চলের কৃষকরা সারা বিশ^ব্যাপি সুনাম অর্জন করছেন।যে কারণে বিশ্ব বাজারে বাংলাদেশের সবজির চাহিদা দিনদিন বাড়ছে।তিনি এ সুনাম ধরে রাখতে কৃষকদের সহযোগীতা
কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার উদ্ধিদ সংগনিরোধ উইং ড.সৈয়দ মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ ফ্রুর্টস ভেজিটেবলস এন্ড এলাইড প্রোডাক্টসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর।বক্তব্য রাখেন
আই পি এম বিভাগের কৃষি কর্মকর্তা ড.শফিকুল আক্তার,বাংলাদেশ এগ্রো বিজনেজ বিভাগের মঞ্জুরুল ইসলাম,ফিড দ্যা ফিউচারের কর্মকর্তা মাধব চন্দ্র দাস,অনুপ কুমার রায় প্রমূখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন,যশোর সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদুল ইসলাম।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ইর্ন্টিগ্রেটেড পেষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এবং বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস এন্ড এলাইড প্রোডাক্টস এক্রাপোর্টার্স এসোসিয়েশন।
