যশোরের ঝুমঝুমপুরে শোক দিবসে ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে আলোচনা, দোয়া ও খাবার বিতরণ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজু রানার আয়োজনে সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় এই আলোচনা ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব।

বিশেষ অতিথি ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জসীব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমন হেসেন, ছাত্রলীগনেতা আব্দুল্লাহ, সৌরভ ভট্টচার্য্য, এম এম কলেজ ছাত্রলীগ নেতা আসাদ, ছাত্রলীগ নেতা রুহুল আমিন, আল আমিন, শিহাব, মো সাকিব হোসেন, টেকনিক্যাল স্কুল ও কলেজ ছাত্রলীগনেতা হাবিবুর রহমান, ও সদর ছাত্রলীগের নেতা দিপু, সাইদুজ্জামান বাপ্পী, আশিকুর, রাতুলসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে, দুপুর থেকে বৈরি আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিলসহকারে এই অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মীরা।