যশোরের কুয়াদায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএম মিলন,স্টাফ রিপোর্টার:বেসরকারী উন্নয়নমুলক সংস্থা আশা’র (এনজিও) নিজস্ব অর্থায়নে পরিচালিত আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আয়োজনে ২ দিন ব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মনিরামপুর উপজেলার আশা সংস্থার কুয়াদা বাজার ব্রাঞ্চ কার্যালয়ে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,আশা কুয়াদা বাজার ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. সাজেদুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পি টি আই এর সুপারিনটেনডেন্ট
( পি আর এল) মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন,আশা কুয়াদা বাজার ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার ইমরান হোসেন, শিক্ষা সেবিকা শারমিন, মহুয়া আক্তার শাপলা, খাদিজা খাতুন,শ্রাবনি দাস, তন্বি দাস,কাকলী রাণী দাস, শরফুন্নাহার খাতুন, ইয়াসমিন খাতুন, সুমাইয়া খাতুন,খাদিজা খাতুন, নাসরিন খাতুন, তৃপ্তি রানী বিশ্বাস, কেয়া বিশ্বাস, নাজমীন নাহার মিনা, তাসলিমা খাতুন প্রমুখ।

প্রশিক্ষক শিক্ষা সেবিকাদের সাথে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে লেখা-পড়া করানোর জন্য বিভিন্ন কলা-কৌশল শেখানোসহ বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখিত,সারা দেশের ন্যায়
কুয়াদা বাজার ব্রাঞ্চে দীর্ঘদীন ধরে আশা প্রাথমিক শিক্ষা শক্তি শালীকরণ কর্মসূচির আওতায় প্রাক- প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সংস্থা কাজ করে চলেছে।