
আসিব সেতু: প্রতি বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হলো ঈদ ফুটবল টুর্নামেন্ট।২০০৯সাল থেকে শুরু হওয়া এই আয়োজন প্রতি বছর ঈদের পরের দিন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে,তবে কোভিড-১৯ বিধিনিষেধ এর জন্য ২ বছর বন্ধ ছিলো, এ বছর আবার ও আয়জন করা হয়। যশোর ০৬ ব্যাচ এর বন্ধুরা দুই ভাগে ভাগ করা হয় হলুদ দল ও নীল দল টিম।
খেলা শেষে সবার জন্য খাবারের ব্যাবস্থা সহ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
০৬-০৮ এর আসিফ সেতু বলেন ছোটবেলার বন্ধুরা একত্রিত হবার সুযোগ পাই,এবং সব ছোট বেলার বন্ধুরা মিলে মিশে সেই বাল্যকাল ফিরে পাই এব্ং খুবি উপভোগ করি ফুটবল খেলা কে ঘিরে। ফয়সাল ফায়জুজ্জামান বলেন, ঈদের আর এক আনন্দের নাম ঈদ ফুটবল ০৬-০৮ ম্যাচ।যশোরের বন্ধুদের এক মিলনমেলা,অতি আনন্দের মাঝে সবাই খেলা করে শিহরিত,এটি শুধু ফুটবল খেলা নই এটি অনন্য মিলনমেলা।ফয়সাল ফায়জুজ্জামান বলেন, ঈদের আর এক আনন্দের নাম ঈদ ফুটবল ০৬-০৮ ম্যাচ।যশোরের বন্ধুদের এক মিলনমেলা,অতি আনন্দের মাঝে সবাই খেলা করে শিহরিত,এটি শুধু ফুটবল খেলা নই এটি অনন্য মিলনমেলা।
