
ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করেছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার বিকেলে ঝিকরগাছা বাজারে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।
এর আগে যশোর-বেনাপোল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। পরে মিছিলে যোগ দেয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক আইনবিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে মিছিলটি প্রতিবাদ সভায় মিলিত হয়।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, শেখ ইমরান হোসেন, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানি, ইকরামুল করিম সৈকত, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, শিমুলিয়ার সভাপতি কামাল ফারুক, ঝিকরগাছা সদরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক জুয়েল, নজরুল ইসলাম, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, যুগ্ন সম্পাদন সোহান,পানিসারার সভাপতি মিজানুর রহমান, শংকরপুরের সাধারণ সম্পাদক আশানুর রহমান, সুজাউদৌলা রকি, নাভারণের সভাপতি রবি শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন প্রমুখ।
