
টাইমভিশন: শুক্রবার বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এর আগে ইডিএফ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও ১০ জন দরিদ্র ও কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের নেতৃত্বে একদল চিকিৎসক এদিন গাইনী, হৃদরোগ, মেডিসিন, ডেন্টাল, নাক-কান গলা বিষয়ে প্রায় এক হাজার রোগীকে সেবা দেন। গতকাল দুপুরে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ)। ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউডিএফ এর দলনেতা ও যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উউপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা আবু নাসের হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অধ্যাপক বিধান চন্দ্র গোস্বামী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সঞ্জয় কুমার পাঠক, কনসালটেন্ট ডা. সরুপ গোলদার, গাইনি বিশেষজ্ঞ ডা. সঞ্চিতা অধিকারী মিষ্টি, সিনিয়র ডেন্টাল সার্জন ডা. আশ্বিস কুমার বিশ্বাস। বাঘারপাড়ার বাকড়ী গ্রামের ৫৮ বছরের বৃদ্ধ বিমল চন্দ্র দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
বাড়ির কাছে ফ্রি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে অত্যন্ত খুশি তিনি। একই এলাকার দিলিপ সরকার ও দিপা মন্ডল দুইজনই পেটের পীড়ায় ভুগছেন দীর্ঘদিন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। বাড়ির কাছেই তারা ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে খুশি তারা। ডা. নিকুঞ্জ বিহারী বলেন, আমি এলাকার সন্তান।
এলাকার মানুষের কাছে আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ফ্রি স্বাস্থ্যসেবা এলাকার মানুষের প্রাপ্য। এটা নতুন নয়, এ পর্যন্ত অন্তত ৫০টি বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প করেছি। এতে কয়েক হাজার মানুষকে সেবা দিয়েছি। প্রত্যেক সপ্তাহে দুদিন বিনামূল্যে গ্রামের মানুষকে সেবা দিচ্ছি । আগামীতেও যতদিন বেঁচে থাকবো ততদিন এলাকার মানুষের সেবা করে যাব।
