ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কম্বল বিতরণ করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ছোট পোদাউলিয়া পিআরইউ দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, শাহাদৎ হোসেন, আল-আমীন, মিন্টু মিয়া ও মিজানুর রহমান।
শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিব্বির আহমেদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী মেম্বার, জাহান আলী দফাদার, কবিরুজ্জামান মিঠু, যুবলীগ নেতা জাহিদ হাসান পলাশ, পৌর নেতা কামরুজ্জামান শাহীন, সদরের তবিবর রহমান উজ্জ্বল, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, হাজিরবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আয়নাল হোসেন, সহ-সভাপতি আ. জলিল, নির্বাসখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ইমন, বাঁকড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান, জুয়েল, রফিকুল, নাভারন ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা রবি শিকদার, রিজু আহমেদ, সাইফুল মেম্বার, রিপোন হোসেন, গদখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, ইমরান হোসেন, জুয়েল, সফিকুল, মাসুদ রানা অজিত দেবনাথ প্রমুখ।
এর আগে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানায় সংগঠনটি।