বঙ্গবন্ধুর প্রতি নবগঠিত ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

এর আগে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা বের করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য জাহিদুল ইসলাম, নবগঠিত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মোহাম্মদ ড্যানি, ইকরামুল করিম সৈকত, সদস্য হাবিবুর রহমান মিলন, কুতুব মৃধা, আনোয়ারুল ইসলাম, শাকিল আহমেদ, কৌশিক, আব্দুল্লাহ আল মামুন, ইসমাইল হোসেন, সবুজ হোসেন, ডিপু ইসলাম, রাজন আহম্মেদ, সালাম মৃধা, রকি হোসেন, সোহেল রানা, মাধব সরকার, মিলন হোসেন, সৌখিন হাসান, মাসুম হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।

গত ২৫ জানুয়ারি ৪১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।