বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঝিকরগাছায় স্পোর্টস ক্লাবের ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আব্দুল আলিম, একরামুল হক খোকন, আমিরুল ইসলাম রাজা, মো. তারিকুজ্জামান, শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা, নাজনীন নাহার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের আজাদ, শেখ নাছিমুল হাবিব শিপার, জাহাঙ্গীর কবির, দুলাল অধিকারী, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নুরুল হক বিদ্যুৎ, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা, স্বেচ্ছাসেবক লীগ নেতা এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন,শাহিন,সবুজ, ক্রিকেট একাডেমির সভাপতি হ্যাপি, স্পোর্টস ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান মুন্না, মাধব সরকার, রিপন হোসেন, কৃষ্ণ বাবু, শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, সোহাগ,অজিত কুমার, শরিফুল ইসলাম, দেবরাজ, জাহিদ হোসেন, এসএম সুমন প্রমুখ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের আমিরুল স্পোর্টিং ক্লাব। রানার্সআপ লাউজানী ফুটবল একাদশ। প্রমীলা (নারী) ফুটবলে চ্যাম্পিয়ন ঝিকরগাছা পাইলট গার্লস, রানার্সআপ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। জুনিয়র ব্যাচে চ্যাম্পিয়ন বদরুদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুল ও রানার্সআপ হয়েছে সরকারি এমএল মডেল হাইস্কুল।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইকরামুল হক ইকু, বশির আহমেদ, মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন আবু রায়হান রাজ।