ফুলে ফুলে সেজেছে ‘ফুলের রাজধানী’ গদখালী

আবুল কালাম আজাদ,ঝিকরগাছা,যশোর: ঝিকরগাছায় দেশে প্রথম বারের মতো ফুল উৎসব ঘিরে নবরুপে সেজেছে ফুলের রাজ্য যশোরের ঝিকরগাছার গদখালী। বৃহস্পতিবার তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

ফুলের বাণিজ্যিক সম্প্রসারণ ও ফুলের রাজ্যকে সবার সামনে তুলে ধরতে এ আয়োজন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিনে দেখা যায়, ফুল উৎসবকে কেন্দ্র করে উৎসবে মেতেছেন চাষিরা। ক্ষেত সাজিয়েছেন নবরূপে। প্রতিটি ফুল সেডকে এক একটি স্টলে রূপান্তরিত করা হয়েছে। ফুলের রাজ্যকে কেন্দ্র করে গড়ে উঠা নার্সারি, পর্যটন প্যাভিলিয়ন, প্রদর্শনী স্টল, টি—স্টল, রেস্টুরেন্টসহ স্থানীয় সকল দোকান সাজানো হয়েছে। বাদ যায়নি ফুল পিপাসুদের জন্য যাত্রীবাহী ইজিবাইক ও ভ্যান।

অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন, ফুল প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে রয়েছে, নারী ফুলচাষীদের সাথে সরকারের উন্নয়ন দর্শন সম্পর্কে উঠান বৈঠক ও শিশুদের ফুল বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তৃতীয় দিনে উঠান বৈঠকসহ নারী নেতৃত্বে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা, কৃষক সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান। এর পাশাপাশি উৎসব প্রাঙ্গণে বৃহত্তর কুষ্টিয়া— যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি প্রযুক্তি প্রদর্শনী করা হবে।

ইজিবাইকচালক গদখালীর মো. হাসান ও নাভারণের মনির হোসেন বলেন, আমরা প্রতিনিয়ত গদখালী থেকে পানিসারা রুটে চলাচল করি। ফুল ও ক্ষেত দেখতে আসা মানুষদের আলাদা একরকম আনন্দ দিতে বাহন ফুল দিয়ে সাজিয়েছি।

ফুলচাষী ইসমাইল হোসেন বলেন, প্রথমবারের মতো ফুল উৎসব ঘিরে এ এলাকায় একপ্রকার ঈদের আমেজ তৈরি হয়েছে। এ আয়োজনে সারা দেশ ফুলের রজধানীকে নতুন করে জানতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ‘বিশ্ব ও দেশীয় বাজারে গদখালীর উৎপাদিত ফুলকে আরও পরিচিত করতে এই আয়োজন। উৎসবের মাধ্যমে ফুলের রাজ্য হিসাবে ঝিকরগাছা উপজেলার সুখ্যাতি আরো বাড়বে।’
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘প্রথমবারের মতো ঝিকরগাছার গদখালীতে এই ফুলের উৎসব হচ্ছে। এই উৎসবে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি।’