
ডেস্ক রিপোর্টঃ যশোর প্রতারণার মাধ্যমে টাকা ও ঘরের আসবাবপত্র আত্মসাত মামলায় দুই ভাইবোনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব। চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলো, যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার মিরাজুল ইসলামের স্ত্রী রিজিয়া সুলতানা মিলি ও ভাই নড়াইল নড়াগাতির কামসিয়া গ্রামের শেখ ফজলার রহমানের ছেলে আলী মাহমুদ মিয়া চুন্নু। তিনি বর্তমানে সাতক্ষীরা কলারোয়া বাজার এলাকায় বসবাস করেন।
মামলার অভিযোগে জানা গেছে, রিজিয়া সুলতানা মিলি ভাড়াটিয়া হিসেবে পুরাতন কসবা টালিখোলার জিকরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন। সেই সুবাদে মিলি বাড়ির মালিকের বাসায় যাতায়াত করতেন। এর মধ্যে তার সাথে মনোমালিন্যের সৃষ্টি হলে জিকরুল ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। ২০২১ সালের ৫ মে অপর আসামি আলী মাহমুদ মিয়া চুন্নুর সহযোগিতায় মিলি বাসার লোকজনের অনুপস্থিতিতে একটি সোফা সেট, ডিপ ফ্রিজি, লেদার, সেলাই মেশিন, গ্যাসের চুলাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া স্থানীয়ভাবে করা সিরিয়ালের জিকরুল ইসলামের পরিবারের ৮ সদস্যের ৫ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে আসামিরা আত্মসাত করেন। এনিয়ে সালিশে দ্রুত টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও মিলি ও চুন্নু টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। পাওনা টাকা ও মালামাল ফেরত চাইলে আসামিরা খুন জখমের হুমকি দেন। অবশেষে টাকা ও মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি ওই দুইজনকে আসামি করে গত ১৩ জানুয়ারি জিকরুল ইসলাম বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বাড়িতে গিয়ে মামলার অভিযোগে দেয়া মালামাল দেখতে পান। তিনি এর মধ্যে থেকে একটি ফ্রিজ উদ্ধার করে জব্দ করেন। দীর্ঘ তদন্ত শেষে বাদী ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত দুইজন জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।
