নির্লজ্জ সভ্যতা : কাজী বর্ণ উত্তম

কাজি বর্ন উত্তম । টাইম ভিশন ২৪

মিথ্যা কথা বলতে পারাটা আজ শিল্পে পরিণত হয়েছে,
যে যত সুন্দর করে মিথ্যা কথা বলে
তার উন্নতি সাধিত হচ্ছে তত বেশী।

আজ ব্যক্তিত্বের সংজ্ঞা হল
আপনার হাত থাকবে প্রয়োজন মাফিক –
কখনো মানুষের পায়ে কখনো মানুষের কলারে।

মূল্যবোধের মূল্যায়নের মানদণ্ড আজ
টাকা টাকা টাকাই শেষ কথা-
এ ছাড়া আর যত বাণী সবই অকেজো।

পিছনে ফিরে যখন তাকাই
চোখের সামনে দন্ডায়মান আদর্শ শিক্ষক
আদর্শ মানুষ কি ভাবে গঠন হয়
মনোমুগ্ধকর বক্তব্য, আদর্শের সংজ্ঞা।
মাঝে মাঝে মনে মনে শিক্ষক কে প্রশ্ন করি?
সংজ্ঞা গুলো কি শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য?

হে সমাজ, হে রাষ্ট্র, হে সভ্যতা
মোড়ল রাষ্ট্রের প্রধান রা
দিচ্ছে যত্রতত্র মিথ্যা ভাষণ-
তারপর ও কোটি কোটি মানুষ ভোট দিচ্ছে তাকে।
এভাবে চলছে পৃথিবীর সকল প্রান্তে,
এভাবে চলছে পৃথিবীর সকল স্তরে,
তাঁদের দাম্ভিক পদচারণ।

আদিম যুগে মানুষের পোশাক ছিল না
আজও পোশাক না পড়াটা কোথাও কোথাও ফ্যাশান,
নির্লজ্জতা আজ উন্নতির মাপকাঠি
নির্লজ্জতা আজ –
ক্ষমতাবান সম্পদশালী হওয়ার একমাত্র ভরসা।

হে নির্লজ্জ সভ্যতা
তোমাকে কুর্নিশ যারা করে না
তাদের জীবন অনিবার্য অনিশ্চিত,
হে নির্লজ্জ সভ্যতা
তা-ই তো বলতেই হবে তোমার জয়ের কথা।।
……………………………………………………….
কাজী বর্ণ উত্তম
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
যশোর জেলা আওয়ামী লীগ
২৮/০১/২০২১